গাজীপুরে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি ৪০ নেতাকর্মী খালাস

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি ৪০ নেতাকর্মী বেকুসুর খালাস পেয়েছে। গাজীপুরে দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক ইকবাল মাহমুদ রোববার এ রায় প্রদান করেন। বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় অভিযোগ প্রমানীত না হওয়ায় আসামীদের অব্যাহতি দেয়া হয়।
আসামী পক্ষের আইনজীবী আবুল হাসেম ২০১৫ সালের ১৮ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় (হাসিন সোয়েটার কারখানার সামনে) একটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ী ভাঙচুরের ঘটনায় শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল আলম মাষ্টার, জেলা ছাত্রদল নেতা আতাউর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। শ্রীপুর থানার এসআই আরিফুর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে দীর্ঘ শুনানী শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গাজীপুর দ্রুত বিচার আদালতের বিচারক সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।
Related News

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা আদায়
ঝিনাইদহঃ সরকারী নির্দেশ অমান্য করার অপরাধে কিন্ডার গার্ডেন পরিচালনার অভিযোগে ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককেRead More

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারে ৬ জনের অর্থদন্ড
গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেRead More
Comments are Closed