গাজীপুরে যমুনার স্পিনিং মিলে আগুন

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উপজেলার সফিপুর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিলের একতলা শেডে আগুন লাগে। জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর জয়দেবপুর ও কালিয়াকৈরসহ কয়েকটি ইউনিটের ফায়ার সাভিস কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান কারখানার আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
কারখানার জিএম মো. শাহজাহান মিয়া বলেন, কারখানার ওই শেডে থাকা প্রায় দেড়শ টন তুলা ও কিছু মেশিন পুড়ে গেছে। কারখানার ব্লু-রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More
Comments are Closed