দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে উ. কোরিয়া

শিগগরিই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এ ঘোষণা দিয়েছেন। উন বলেছেন, ‘এর মাধ্যমে তার দেশের পারমাণবিক সক্ষমতার বিষয়ে বিশ্বাস দৃঢ় হবে।’ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়্যারহেড বসাতে উত্তর কোরিয়া সক্ষমতা অর্জন করেছে কি না, এ নিয়ে অনেক বিশ্লেষকেরই সন্দেহ রয়েছে। তবে গত সপ্তাহে কিম জং উন জানিয়েছিলেন, তার দেশের বিজ্ঞানীরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ছোট আকারের পারমাণবিক ওয়্যারহেড বসাতে সক্ষমতা অর্জন করেছে। ওই সময় পারমাণবিক ওয়্যারহেডের একটি ক্ষুদ্র সংস্করণের পাশে দাঁড়ানো কিম জং উনের ছবি প্রকাশ করেছিল কেসিএনএ।
গত জানুয়ারিতে চতুর্থ দফায় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। ওই সময় আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দেয়। উত্তর কোরিয়ার ওপর আগে থেকেই পশ্চিমা অর্থনৈতিক অবরোধ চলছে। ওই ঘটনায় দেশটির ওপর আরোপিত অবরোধ আরো কঠোর করার দাবি ওঠে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। তবে এরপরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।
Related News

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে
ফের ভারতে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেRead More

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More
Comments are Closed