Main Menu

ধর্মশালা নাকি আজো কাঁদবে!

ওয়ার্ল্ড টি টোয়েন্টির সুপার টেন নিশ্চিত করতে আজ ধর্মশালায় অলিখিত ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজকের ম্যাচেও নাকি ধর্মশালা কেঁদে উঠবে এমনটি আশঙ্কা করা হচ্ছে।

ধর্মশালার আবহাওয়া বার্তা তা-ই বলছে। অ্যাকুওয়েদার ডটকমের তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় ধর্মশালার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। এ মুহূর্তে সেখানকার আকাশ মেঘাচ্ছন্ন। আজ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শেষের অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

অ্যাকুওয়েদার ডটকমের হিসাবমতে, আজ দুপুর থেকেই বৃষ্টি হতে পারে। শুধু দুপুরে নয়, সন্ধ্যা ও রাতেও ধর্মশালায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ দুপুরের পরে বৃষ্টি হয়ে নামবে।

আর সে ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বাংলাদেশ-ওমান ম্যাচটির ভাগ্য আজও নির্ধারণ করে দেবে বৃষ্টি।

বৃষ্টিপাতের পরিমাণই বলে দেবে ম্যাচের সময় বদলাবে, দৈর্ঘ্য কমবে নাকি পরিত্যক্ত ঘোষণা করা হবে ম্যাচটি। বাংলাদেশ দল ও তার লাখো কোটি ভক্তের চোখ এখন তাই ধর্মশালার আকাশে

যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে নিট রানরেটে এগিয়ে থাকায় সুপার টেনে উঠে যাবে বাংলাদেশ।


Related News

Comments are Closed