পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত অর্ধ-শতাধিক

পাকিস্তানের লাহোরের গুলশান-ই ইকবাল পার্কে ভয়াবহ বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। রোববার সন্ধ্যার দিকের ওই বিস্ফোরণে আহত হয়েছে আরো শতাধিক।
ইকবাল সিটির পুলিশ সুপার ড. মুহাম্মদ ইকবাল বলেন, আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্কের সর্বত্রই রক্ত ও ছিন্ন-ভিন্ন দেহ পড়ে রয়েছে। রোববার সন্ধ্যায় ওই পার্কে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন; এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, সব জায়গায় নিহত ও আহত মানুষ পড়ে আছে। আমরা রিকশা ও ট্যাক্সিতে করে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছি। তবে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ছিল না।
উদ্ধারকারী ১১২২ দলের এক মুখপাত্র সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে একটি জরুরি ফোন পেয়েছিলেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ২৩ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া শহরের সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পুলিশ ওই এলাকা ঘিরে রয়েছে।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed