বাংলাদেশ সবদিক দিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি। বাংলাদেশ সবদিক দিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার কাঙ্খিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দিচ্ছে। তারই অংশ হিসেবে এ এলাকার পাঁচ গ্রামের প্রায় সাড়ে পাঁচশত পরিবার বিদ্যুতের সুবিধা পেলো।
শনিবার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাজেদা চৌধুরী বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল দেশবিরোধী চক্ররা।
সাজেদা চৌধুরী আরো বলেন, আমার বয়স হয়েছে। নগরকান্দাকে নগরে পরিনত করেছি। আমার মৃত্যুর আগে নগরকান্দায় একটি বিশ্ববিদ্যালয় করে যেতে চাই। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে জেনারেল ম্যানেজার রাম শংকর রায়ের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন সংসদ উপনেতার জৈষ্ঠ্য পুত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তমিজুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল, রামনগর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস ফকির, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More
Comments are Closed