বাউবি’র এস.এস.সি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার ৭৩ দশমিক ৪৬

স্টাফ রিপোর্টার, বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৪ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এবার বাউবি’র এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১লাখ ২ হাজার ৩৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২য় বর্ষে মোট ৪৬ হাজার ৭৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে ৩৪ হাজার ৩৬৪ জন শিক্ষার্র্থী কৃতকার্য হয়। পাশের হার ৭৩ দশমিক ৪৬ ভাগ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন ‘এ’+, ৩,৮৫৪ জন ‘এ’, ৯১৭৯ জন ‘এ’ (-), ১০হাজার ৯২৪ জন ‘বি’, ৯হাজার ৯২৮ জন ‘সি’ এবং ৪৬৪ জন শিক্ষার্থী ‘ডি’ পেয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৩৭৭ জন ছাত্র অর্থাৎ শতকরা ৭০ দশমিক ৬৯ এবং ১৫ হাজার ৯৮৭ জন ছাত্রী অর্থাৎ শতকরা ৭৬ দশমিক ৯২ ভাগ। একই সঙ্গে ৫৫ হাজার ৫৭০ জন ১ম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। এছাড়া, (এচঅ) নড়ঁ.ধপ.নফ এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। sms এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য bou
Related News

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাসRead More

বজ্র আঁটুনি ফস্কাগেরো; লকডাউনের তৃতীয়দিন শৈলকুপার চিত্র!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সারা দেশের ন্যায় ঝিনাইদহে সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে জেলা শহরে কঠোরRead More
Comments are Closed