Main Menu

বিকিনিতে শ্রদ্ধা কাপুর

শানদার’ ছবিতে বিকিনি পরে আলোচনায় চলে এসেছিলেন হালের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট। ছবি হিটের তকমা না লাগলেও তার বিকিনি পরা বেশ প্রশংসিত হয়েছিল। এবার বিকিনির জন্য নতুন করে আলোচনায় আসলেন শ্রদ্ধা কাপুর।

নতুন ছবি ‘বাঘি’তে বিকিনি পরেছেন এই অভিনেত্রী। বাঘি’র সেট থেকে যে ছবিটি প্রকাশ পেয়েছে সেখানে সুইমসুটে দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। আকাশি বিকিনিতে তাকে যথেষ্ট হট লাগছে। ছোট পোশাক শ্রদ্ধা আগেও পরেছেন। কিন্তু এমন বিকিনি, এই প্রথম।

তাছাড়া বাঘি ছবির ট্রেলার ইতিমধ্যেই সবার নজর কেড়েছে।তাইতো শ্রদ্ধা ভক্তরা এখন অপেক্ষায় আছেন যে কখন তারা তাকে দেখতে পারবেন। ছবিটি পরিচালনা করেছেন সাব্বির খান। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে ছবিটি


Related News

Comments are Closed