বিশ্বনবীর নামের মুজিযা

আল্লাহ তাআলা সুরা বাক্বারার ৭৫ নং আয়াতে উল্লেখ করেন যে, বনি ইসরাইলরা তাওরাতের আল্লাহর নির্দেশের পরিবর্তন করতো। এক ইয়াহুদি তাওরাত থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারক মুছে ফেলতো। যা তাফসিরে নুরুল কুরআনে এসেছে-
ঐ ইয়াহুদি তাওরাতের তিন জায়গায় বিশ্বনবীর নাম দেখে শত্রুতার কারণে সে তিনটি জায়গা ছিড়ে ফেলল।
কিন্তু পরদিন সে দেখে যে তিন জায়গায় নয় বরং ছয় জায়গায় বিশ্বনবীর নাম রয়েছে। তাই সে ছয় স্থান থেকেই তাঁর নাম মুবারক ছিড়ে ফেলল।
তারপর দিন ইয়াহুদি দেখলো ছয় স্থানের পরিবর্তে নয় স্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম রয়েছে। এদিনও সে বিশ্বনবীর নাম মুবারক তাওরাত থেকে ছিড়ে ফেলল।
এভাবে তারপর দিনও দেখলো যে তাওরাতের ১২ জায়গায় প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লামের নাম মুবারক রয়েছে।
এতে তার বিস্ময় বেড়ে গেল, সে তার ধর্মীয় নেতার নিকট এ ঘটনার উল্লেখ করে। ধর্মীয় নেতা তাকে বলল-
খবরদার! তুমি আর এ কাজ করবে না, কেননা, পরিনামে সম্পূর্ণ তাওরাতে এ নামটি ব্যতিত আর কিছুই থাকবে না।
তখন ইয়াহুদি জিজ্ঞাসা করলো এমনটি হবে কেন?
ইয়াহুদি ধর্মীয় নেতা তাকে জানালো- তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবি।
তখন ইয়াহুদি লোকটি বলল- যদি তাই হয়, তবে আমি তাঁর প্রতি ঈমান আনলাম। আমি মুসলমান হলাম। (সুবহান আল্লাহ)
আল্লাহ তাআলা পৃথিবীর সকল জাতিকে আসমানি গ্রন্থ কুরআনের সঙ্গে ব্যক্তি স্বার্থের জন্য রদবদল থেকে হিফাজত করুন। কুরআনের ওপর পরিপূর্ণ আমল করার তাওফিক দান করুন। আমিন।
Related News

আজ শুভ বড়দিন
আজ খ্রিষ্টান সম্প্রদায়ের ঘরে ঘরে উত্সবের আনন্দধারা। বহুবর্ণ আলোকের রোশনাইয়ে ভেসে যাচ্ছে গির্জা, গৃহ-দুয়ার। শোভাRead More

মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক
মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা আরোপ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।Read More
Comments are Closed