Main Menu

বিশ্বের সবচেয়ে সুন্দরী পাঁচ তারকা

বিশ্বের সবচেয়ে সুন্দরী পাঁচ নারী পেশায় অভিনেত্রী। অভিনয় দক্ষতা ও ব্যক্তি ক্যারিশমায় ঢেউ তুলেছেন শত সহস্র পুরুষের বুকে। কেড়েছেন অনেকের রাতের ঘুম। অনেকের হয়তো মনে হচ্ছে কারা তারা?

# অ্যানা হ্যাথওয়ে
তিনি একজন মার্কিন অভিনেত্রী। মঞ্চ অভিনয়েও তিনি সমান দক্ষ। পেয়েছেন অস্কারের মনোনয়নও।

# ওলগা কুরাইলেঙ্কো
ওলগা কুরাইলেঙ্কো ফরাসি মডেল ও অভিনেত্রী। ১২ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি। প্রাণবন্ত অভিনয়ের জন্য বিখ্যাত।

# কেইরা নাইটলে
অভিনেত্রী ও একইসঙ্গে গায়িকাও বটে। শিশু অভিনেত্রী হিসেবই অভিনয়ে হাতেখড়ি। অস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

# মেরিয়েম ইউজারলি
তুর্কি ও জার্মান মডেল। সেইসঙ্গে অভিনেত্রীও। তার নীল চোখের জাদুতে সম্মোহিত অনেকেই।

# চার্লিজ থেরন
ইনি অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ব্যালে ড্যান্সারও। ১৪ বছর বয়সে তার অভিনয় জীবনের হাতেখড়ি।


Related News

Comments are Closed