বড়লেখায় ছেলের হাতে মা খুন!

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের হাতে মায়ের খুনের অভিযোগ উঠেছে। নিহত আজিজুর নেছা (৫৫) উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী।
রোববার সন্ধ্যা ৭টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে তাজুল ইসলামের স্ত্রীর সঙ্গে আজিজুর নেছার কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার দিনগত রাতে তাজুল ইসলাম ও তার স্ত্রী দেশীয় অস্ত্র দিয়ে আজিজুর নেছাকে কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ব্যাপারে জানান, তাজুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Related News

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাসRead More

বজ্র আঁটুনি ফস্কাগেরো; লকডাউনের তৃতীয়দিন শৈলকুপার চিত্র!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সারা দেশের ন্যায় ঝিনাইদহে সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে জেলা শহরে কঠোরRead More
Comments are Closed