ভিক্ষুকের আয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমান!

নিউজ ডেস্ক :ব্রিটেনের ফুটপাতে বসা এক ভিক্ষুকের আয় শুনলে আপনার চোখ কপালে উঠবে। আপনি আর কি- সবচেয়ে বেশি চমকাবেন ব্রিটেনের প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরন।
চোখ সরু করে ক্যামেরন সে ভিক্ষুককে একবার দেখে নিতে চাইবেন নিশ্চয়ই। কেননা, এত্তো বড় একটা দেশ চালাতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে ক্যামেরনের। তার বিনিময়ে যে টাকা পান, তা কিনা সারাদিন ফুটপাতে বসে থেকেই আয় করে এক ভিক্ষুক। হিংসে হবারই কথা।
ব্রিটেনের উল্ডভারহ্যাম্পটন শহরে বসা এ ভিক্ষুকের প্রতি সপ্তাহের আয় আড়াই হাজার পাউন্ড। মাসে ১০ হাজার পাউন্ড। বছরের হিসেবে তা ক্যামেরনের প্রায় সমান! ক্যামেরনের বার্ষিক আয় ১ লক্ষ ৩০ হাজার পাউন্ড। আর ভিক্ষুকের আয় তার থেকে মাত্র ১২ হাজার পাউন্ড কম মানে ১ লক্ষ ১৮ হাজার পাউন্ড।
২৮ বছর বয়সী এই ভিক্ষুক নিজের নাম প্রকাশ করতে চান না।
উল্ডভারহ্যাম্পটনের পরিবেশ প্রধান এবং শ্রমিক কাউন্সিলর স্টিভ ইভানস জানান, ব্রিটেনে এ ধরণের পেশাদার ভিক্ষুকের সংখ্যা দিন দিন বাড়ছে। এরা মানুষকে বোকা বানাচ্ছে। আসলে এরা অ্যালকোহলের খরচ চালানোর জন্য এ ভিক্ষার রাস্তাকে বেছে নিয়েছে। যদিও এদের গাড়ি-বাড়ি সব্ই আছে।
সূত্র : ডেইলি মেইল
Related News

বিশ্বের সবচেয়ে বড় রক্তাক্ত ‘উৎসব’
প্রায় পাঁচ বছরের কম সময় আগে ‘বিশ্বের সবচেয়ে বড় রক্তাক্ত উৎসব’ হিসেবে পরিচিত নেপালে ধর্মীয়ভাবেRead More

১ বছরে সাড়ে ৪ লাখ বিয়ের প্রস্তাব!
সুন্দরী-শিক্ষিত মেয়ে কিংবা সুদর্শন-সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে বিয়ের প্রস্তাব অন্য যেকোনো নারী কিংবা পুরুষের চেয়ে একটুRead More
Comments are Closed