Main Menu

ভূমিকম্পে ফের কেঁপে উঠল নেপাল

ভূমিকম্পে ফের কেঁপে উঠল নেপাল। মধ্য নেপালের তিব্বত সীমান্তের কাছে বুধবার সন্ধ্যায় ৪.৭ কম্পাঙ্কের ভূকম্পন অনুভূত হয়।

নেপালের সিসমোলজিকাল সেন্টার থেকে জানানো হয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে সিন্ধুপলচক জেলায় সন্ধ্যা ৬টা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়।

এ মাসেই আরো একবার মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে নেপালে। গত ১৭ মার্চ পূর্ব নেপালের ওখালধুঙ্গা জেলায় মাঝারি ধরনের যে ভূমিকম্পটি হয়, রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৪.১।

গত বছর এপ্রিলে বিধ্বংসী ভূমিকম্পের পরে এক বছরে সব মিলিয়ে ৪৪২টি আফটারশক অনুভূত হয়েছে ভারতের প্রতিবেশী দেশ নেপালে।


Related News

Comments are Closed