Main Menu

মালয়েশিয়ায় অবৈধ ২ শতাধিক শ্রমিক গ্রেফতার

মালয়েশিয়ার রাজধানী কুয়ায়ালালামপুর থেকে কিছু দুরে পুচং-এর আইওআই মল থেকে প্রায় ১৫০টি রেস্টুরেন্টে প্রায় ৫০০ শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করে প্রায় দুই শতাধিক অবৈধ শ্রমিক গ্রেফতারের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে তিন ঘণ্টার ওই অভিযানে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিকের সংখ্যা বেশি।

দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাসির কুজাত জানান, ‘আমাদের কাছে বিভিন্ন সূত্রে তথ্য আসে, এই মলে নিয়োগকর্তারা প্রচুর অবৈধ কর্মচারীদের কাজে নিয়োগ দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই এই অতর্কিত অভিযান”।

গ্রেফতারকৃতদের প্রথমে বুকিত জলিল ডিটেনশন সেন্টার এ নেওয়া হয়।

প্রায় ১২০ জন ইমিগ্রেশন অফিসার এই অভিযানে পরিচালনা করেন।

ধারাবাহিকভাবে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অবৈধ প্রবাসীদের গ্রেফতার অভিযান চালানো হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।


Related News

Comments are Closed