Main Menu

যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

যশোর সদর উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সবুজ (৩০) ও ইবাদুল (৩২) ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

সবুজ সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আনার মোল্লার ছেলে। কাটামারি গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল।

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহত ব্যক্তিরা হলেন বাদশা মোল্লার ছেলে মোস্তফা (৩০), উলাদ মোল্লার ছেলে রুবেল (২১), একই গ্রামের রকি (২৮) । আহতদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই মোস্তফা ও রুবেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, রাতে লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা গ্রামের একটি মাঠের মধ্যে বোমা তৈরি করা হচ্ছিল। এ সময় বিস্ফোরণে পাঁচজন আহত হন। সকালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

তবে স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ভোটকেন্দ্রে নাশকতার সৃষ্টির জন্য বোমা তৈরি করা হচ্ছিল।


Related News

Comments are Closed