যেভাবে ঠোঁটে লিপস্টিক লাগাবেন

অফিস হোক বা জাস্ট আউটিং, আজকের নারী সাজসজ্জার বিষয়ে খুব সচেতন। নিজেকে সুন্দর করে সাজাতে কোনও কিছুই বাদ রাখেন না। চোখে, ঠোঁটে সুন্দর মেকআপ তাঁদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। কিন্তু মেকআপ করার ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে ভুলত্রুটি। ঠোঁট দুটিকে রাঙানোর আগে তার সঠিক পদ্ধতি জেনে রাখা প্রয়োজন।
১. ঠোঁটের শেপ : অনেকের ঠোঁট পাতলা আবার অনেকের মোটা। ঠোঁট পাতলা হলে অহেতুক মোটা দেখানোর চেষ্টা না করাই ভালো। লিপস্টিক লাগান নিজের ঠোঁটের আকার অনুযায়ী। ন্যাচরাল শেপ বজায় রাখতে হবে।
২. ঠোঁটের আউটলাইন : লিপস্টিক হালকা হলে আউটলাইনার কখনও গাঢ় কালারের ব্যবহার করবেন না। এটা জাস্ট ওল্ড ফ্যাশনড্। বর্তমান যুগের সঙ্গে তালমিলিয়ে চলতে হালকা লিপস্টিকের সঙ্গে হালকা রঙের আউটলাইনার ব্যবহার করুন।
৩. গ্লসি শেড নয় : চকচকে লিপস্টিক এখন আর চলে না বললেই চলে। তার বদলে নানারকম ম্যাট ও ক্রিম বেসড্ লিপস্টিক বেছে নিতে পারেন।
৪. মেকআপে সামঞ্জস্য : মুখের মেকআপ করার সময় উগ্র সাজ এড়িয়ে চলাই ভালো। চোখের মেকআপ বেশি হলে ঠোঁটে লাগাতে হবে হালকা রঙের লিপস্টিক। ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগানে পুরো সাজটাই বিগড়ে যেতে পারে।
Related News

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়ার স্বরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে মরহুম জাহিদ হোসেন মুসা মিয়া’র রুহের মাগফেরাত কামনায় স্বরণ সভাRead More

শীতে ত্বকের যত্ন
শীতে ত্বকের যত্নের শুরুতে একটি ভালো ময়েশ্চারাইজার বেছে নিন। বাজার থেকে বাদাম তেল বা এভাকাডোRead More
Comments are Closed