রিজার্ভ চুরি: ফিলিপাইনে সিনেট কমিটির শুনানি চলছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফিলিপাইনে আজ সিনেট ব্লু -রিবন কমিটির তৃতীয় দফা শুনানি চলছে । এতে অর্থ পাচারে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং এবং উইলিয়াম সো গো’কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিনেট কমিটি।
শারীরিক অসুস্থতার কারণে আরসিবিসি’র জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো এ শুনানিতে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।
তবে এর আগের দুটি শুনানিতে অংশ নিয়েছিলেন মায়া। এর আগে চীনা ব্যবসায়ী কিম অংয়ের নির্দেশে অর্থ পাচারের এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ফিলিপাইনের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো। কিন্তু এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন কিম অং।
অন্যদিকে আরসিবিসির জুপিটার শাখায় উইলিয়াম সো গো’র মালিকানাধীন প্রতিষ্ঠান সেঞ্চুরিটেক্স ট্রেডিংয়ের অ্যাকাউন্ট থেকেই ৮ কোটি ১০ লাখ ডলার ক্যাসিনোতে পাচার হওয়ার অভিযোগ রয়েছে।
অভিযুক্ত এ ব্যবসায়ীর বিরুদ্ধে সিনেট কমিটির ছাড়াও আলাদা তদন্ত করছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল।
তবে আগের শুনানিতে অর্থ পাচারের এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন উইলিয়াম গো। এর আগে ১৫ ও ১৭ মার্চ সিনেট ব্লু -রিবন কমিটির শুনানি হয়।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed