সফলতা লাভকারীর গুণাবলী

মানুষের জীবনের লক্ষ্য হলো সফলতা লাভ করা। হোক দুনিয়ার কিংবা আখিরাতের। চূড়ান্ত সফলতা লাভকারী হচ্ছে তারাই যারা দুনিয়ার জীবনে সৎ কাজ করে অন্যায় কাজ থেকে নিজে বিরত রেখেছে এবং অন্যদেরকে অন্যায় পথ থেকে ফিরিয়ে ন্যায় ও কল্যাণের পথ দেখাতে পেরেছে।
সফলতা লাভকারীদের পরিচয় তুলে ধরে আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা (মানুষকে সত্য ও) ন্যায়ের আদেশ দেবে এবং (অসত্য ও) অন্যায় কাজ থেকে বিরত রাখবে (অতপর যারা এ দলে শামিল হবে) সত্যিকারার্থে তারাই সাফল্যমণ্ডিত হবে। (সুরা ইমরান : আয়াত ১০৪)
সফলতা লাভকারীদের রয়েছে তিনটি মৌলিক গুণ-
১. আল্লাহ তাআলার প্রতি থাকবে তাদের অবিচল আস্থা এবং বিশ্বাস।
২. তাঁরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের আপোসহীন অনুসরণ করবে।
৩. আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের প্রতি পরিপূর্ণ ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে।
পরিশেষে…
পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিতে হলে প্রত্যেকটি মানুষকে এ গুণের অধিকারী হওয়া চাই। যারাই এ গুণগুলো অর্জনে সক্ষম তারাই সফল। কুরআনে আল্লাহ তাআলা তাদেরকেই সাফল্যমণ্ডিত বলে উল্লেখ করেছেন।
সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ গুণাবলী অর্জন করার তাওফিক দান করুন। আমিন।
Related News

আজ শুভ বড়দিন
আজ খ্রিষ্টান সম্প্রদায়ের ঘরে ঘরে উত্সবের আনন্দধারা। বহুবর্ণ আলোকের রোশনাইয়ে ভেসে যাচ্ছে গির্জা, গৃহ-দুয়ার। শোভাRead More

মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক
মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা আরোপ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।Read More
Comments are Closed