সিলেটে মাদ্রাসা ছাত্রীকে নির্যাতন: শিক্ষক জেলে

সিলেট নগরীর কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে নির্যাতনের দায়ে শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। তাহিদুল ইসলাম মুনির (২১)নামের ওই শিক্ষক মৌলভীবাজারে সদর থানার শেওরাইজুরী গ্রামের খলিলুর রহমানের ছেলে ও কলাপাড়া ডহরস্থ সিরাজুল গণি ডহর মাদ্রাসার সহকারী শিক্ষক।
সোমবার বিকেলে পুলিশ ফৌজধারী কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্র জানায়, ওই মাদ্রাসার প্রথম শ্রেণীর এক ছাত্রীকে নির্যাতনের দায়ে ওই মাদ্রাসা শিক্ষককে রোববার রাত ১২টার দিকে এলাকাবাসী আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার এ ঘটনায় কোতোয়ালী থানার এএসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি (নং-১৩৫৯) জিডি এন্ট্রি করেছেন।
এএসআই দূর্গা কুমার দেব জানান, এ ব্যাপারে ছাত্রীটির অভিভাবকের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে সেটি গ্রহণ করা হবে বলে জানান এএসআই দুর্গা।
Related News

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাসRead More

বজ্র আঁটুনি ফস্কাগেরো; লকডাউনের তৃতীয়দিন শৈলকুপার চিত্র!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সারা দেশের ন্যায় ঝিনাইদহে সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে জেলা শহরে কঠোরRead More
Comments are Closed