সুপ্রিমকোর্ট বারের সভাপতি ইউসুফ, সম্পাদক খোকন

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থী সাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ ৮ জন এবং বিএনপি পন্থী নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬ জন জয়ী হয়েছেন।
শুক্রবার সকাল ৮টায় ফল ঘোষণা করা হয়।
সহ-সভাপতি পদে ফাহিমা নাসরিন মুন্নি (নীল), তাহেরুল ইসলাম (সাদা), সহসম্পাদক পদে এ কে এম রবিউল ইসলাম সুমন (সাদা), শেখ সিরাজুল ইসলাম (সাদা) আর কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মো. রমজান আলী শিকদার (সাদা)।
সদস্যপদে নির্বাচিত হয়েছেন শামীম আজিজ (সাদা), নাসরিন রিনা (সাদা), নাসির উদ্দিন সম্রাট (নীল), ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম (নীল), রেজাউল ইসলাম রেজা (নীল), আজিজ মিয়া মিন্টু (সাদা) ও কামাল হোসেন (নীল)।
Related News

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More
Comments are Closed