Main Menu

অনুষ্কা নয় সোনাক্ষীর সঙ্গে নাচলেন বিরাট(ভিডিও)

বেশি দিন হয়নি আইসিসি ওয়ার্ল্ড টি-২০ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গিয়েছিল কোহলির প্রাণখোলা নাচ। ক্যামেরার ফ্রেমে বন্দি হয়ে বিরাটের নাচের ভিডিও ঝড় তোলে সাইবার দুনিয়ায়।

সম্প্রতি, আর একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেখানে অনুষ্কা নয় বিরাট সোনাক্ষীর সঙ্গে নাচের তালে মগ্ন। ‘শাড়ি কে ফল সা, কভি ম্যাচ কিয়া রে! কভি তোড় দিয়া দিল, কভি ক্যাচ কিয়া রে!’ এ গানের সঙ্গে নেচে জমিয়ে দিয়েছেন মঞ্চ।

অনুষ্ঠানটি ছিল সতীর্থ রোহিত শর্মার সঙ্গীত। সেখানে বরের বন্ধুরা নাচবেন না তা কি হয়? তাই সোনাক্ষী সিনহার দেখিয়ে দেয়া ডান্স স্টেপে তাল মেলালেন বিরাট কোহলি। বিরাট-সোনাক্ষীর সেই নাচ ভাইরাল হয়ে গিয়েছে মিডিয়াতে।


Related News

Comments are Closed