আশুলিয়ায় নারীসহ ৩ লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিশমাইল এলাকা ও পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিশমাইল এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ কবরস্থান রোডের একটি বাড়ি থেকে আরো এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। এসব এ ঘটনায় মামলা দায়ের করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।
Related News

লকডাউনে‘মুভমেন্ট পাস’ পেতে অনলাইনে আবেদন করতে হবে
দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশব্যাপি কঠোর বিধিনিষেধ চালু করতে যাচ্ছে সরকার।Read More
ঝিনাইদহে মাঠ আর বাসাবাড়িতে ব্যাপক পানির সঙ্কট!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলার সকল মাঠের বোরো ক্ষেত গুলো কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে। কিন্তুRead More
Comments are Closed