ইকুয়েডরে ভূমিকম্প : নিহত ৪৮০, নিখোঁজ ১৭০০

ইকুয়েডরে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪শ ৮০। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ১ হাজার ৭শ` মানুষ। এক কর্মকর্তা জানান, সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। খবর ডনের।
দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েগো ফুয়েনতেস জানান, আমাদের কাছে নিখোঁজদের যে তালিকা ছিল তাতে ২ হাজার মানুষের নাম ছিল। সেখান থেকে মাত্র ৩শ জনকে আমরা খঁজে পেয়েছি। এখনও পর্যন্ত ১ হাজার ৭শ` জনের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ভূমিকম্পে আমরা ৪শ ৮০ জনকে হারিয়েছি। দুর্যোগে প্রায় ২ হাজার ৫শ ৬০ জন আহত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।
শনিবার দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ ওই ভূমিকম্পে বহু বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed