কাপাসিয়ায় নৌকা’র প্রবীন-নবীন দুই প্রার্থী জনপ্রিয়তার শীর্ষে

কাপাসিয়ায় আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রবীন ও নবীন দুই প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আঃ হাই ও আলহাজ্ব মাহবুবুল আলম মোড়ল জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বলে জানায় আপামর জনগণ, সাধারণ ভোটার ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলাদেশ আ’লীগ নির্বাচনী বোর্ড কাপাসিয়ায় নৌকা প্রতীকে মনোনয়ন দেয় ঘাগটিয়ায় ইউনিয়নে আ’লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীনুর আলম সেলিম, কাপাসিয়া সদর ইউনিয়নে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়নে ইউনিয়ন আ’লীগ সভাপতি আয়বুর রহমান সিকদার, রায়েদ ইউনিয়নে উপজেলা আ’লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ: হাই, কড়িহাতা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল আলম মোড়ল, বারিষাব ইউনিয়নে এস এম আতাউজ্জামান বাবলু, সিংহশ্রী ইউনিয়নে আ’লীগের ইউনিয়ন সভাপতি সফিকুল ইসলাম কাইয়া, টোক ইউনিয়নের আ’লীগের ইউনিয়ন সভাপতি এম এ জলিল, সন্মানিয়া ইউনিয়ন আ’লীগ নেতা শাহাদাত হোসেন মাষ্টার, চাঁদপুর ইউনিয়ন আ’লীগ নেতা মিজানুর রহমান মাষ্টার, দূর্গাপুর ইউনিয়ন আ’লীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল গাফফার।
জানা যায়, কয়েকটি ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ওয়াজ উদ্দিন মোল্লা, এড. আছলাম হোসেন, মনোয়ার হোসেন আকন্দ, আশরাফ উদ্দিন খান আল আমীন, শরীফ মোঃ ওয়াহিদ, আজহার হোসেন চৌধুরী নির্বাচনে মাঠে থাকলেও নৌকা মার্কায় ভোট পড়বে বলে জানায় এলাকাবাসী। তবে রায়েদ ও কড়িহাতা ইউনিয়নে বিদ্রোহীদের প্রভাব দিন দিন কমে যাচ্ছে বলে জানায় সাধারণ ভোটাররা। এছাড়া কাপাসিয়া উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হুমায়ূন কবির জানান, কাপাসিয়ায় চেয়ারম্যান পদে প্রার্থী ৫৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০৯ জন, সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী রয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়নে ৯৯ টি ওয়ার্ডে ১১৭ টি ভোট কেন্দ্র, ৬১৮ টি ভোট কক্ষ রয়েছে। কাপাসিয়া উপজেলার পুরষ ভোটার ১২৪৮৪৩ জন, মহিলা ভোটার ১২৮৭৪২জন।
Related News

ঝিনাইদহে দুই পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী ছাড়া জামানত হারিয়েছে সবাই!
ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার প্রার্থীরা বাদে সবাইRead More

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র্যালী ও সমাবেশ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেRead More
Comments are Closed