কারাগারের সঙ্গে সম্পর্ক ছোটবেলা থেকেই : প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের অনেকাংশই কেটেছে কারাগারে। সেজন্য সবসময় কারাগারে আসতে হয়েছে। তাই কারাগারের সঙ্গে ছোটবেলা থেকেই সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে অনেকবার বঙ্গবন্ধুকে কারাগারে যেতে হয়েছে। ভাষা আন্দোলনসহ সব আন্দোলনেই তাকে কারাগারে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন আপনজনকে না দেখার কষ্ট আমি বুঝি। পরিবারের সঙ্গে ফোনে কথা বললে বন্দীরা মানসিক শক্তি পাবে। তাই কারাগারে ল্যান্ডলাইন ফোন স্থাপন করতে হবে। এসময় আসামীদের মাসে একবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলানোর ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জেলখানায় নিহত জাতীয় ৪ নেতাকে স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানান।
Related News

চিকিৎসা সামগ্রী আমদানিতে শুল্ক মওকুফ দাবি
বেসরকারি মেডিকেল কলেজগুলো সরকারি নীতমালা অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় কোভিড-১৯ চিকিৎসা ও সুরক্ষার সকল উপকরণRead More

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More
Comments are Closed