কালিয়াকৈরে তিন গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে তিনটি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২হাজার ফিট পাইপ উঠিয়ে জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর চন্দ্রা জোনাল অফিস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট (ভুমি) মো. সিরাজুল ইসলাম।
ভ্রাম্যামান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে উপজেলার খাড়াজোড়া এলাকার মূল সঞ্চালন পাইপ লাইন থেকে রাতের আধারে উপজেলার গোয়ালবাথান, বরিয়াবহ ও রসুলপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয় একটি প্রভাবশালী মহল। যার ফলে উপজেলাসহ বিভিন্ন স্থানে বৈধ গ্রাহকদের মধ্যে গ্যাস সংকট দেখা দেয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকার মূল সঞ্চালন পাইপ থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ২হাজার ফিট পাইপ উঠিয়ে জব্দ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার মো. সুরুজ আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কায়ক্রম শুরু হয়েছে। উপজেলার যে সব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে পর্যায়ক্রমে তা বিচ্ছিন্ন করা হবে এবং ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।
Related News

লকডাউনে‘মুভমেন্ট পাস’ পেতে অনলাইনে আবেদন করতে হবে
দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশব্যাপি কঠোর বিধিনিষেধ চালু করতে যাচ্ছে সরকার।Read More

বেপরোয়া করোনা; ঝিনাইদহে গৃহবধুর মৃত্যু!
ঝিনাইদহ- ঝিনাইদহে রিনা বেগম (৪৭) নামে এক নারী করোনায় আক্রান্ত হয়ে রোববার বিকালে মারা গেছেন।Read More
Comments are Closed