কালিয়াকৈরে স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : ‘স্বাস্থ্য মেলায় সবাই যাবো, তথ্য পাবো, সেবা নেবো’ এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আওতাধীন ৭নং ওয়ার্ডের উদ্যোগে অত্র এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসচেতনতা বৃদ্ধিমূলক স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সামছুল আলম সরকারের সভাপতিত্বে স্বাস্থ্যমেলায় প্রধান অতিথি গাজীপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আলী হায়দার খান সোমবার রাত সাড়ে ৭টায় মেলায় আসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচারক পরিবার পরিকল্পনা (গাজীপুর) মোঃ লাজু শামসাদ হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব মিয়া এবং ইন্টারস্টফ এ্যাপারেলস লিমিটেড এর পরিচালক শায়েখ মোহাম্মদ ইলিয়াস।
স্বাস্থ্য মেলায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌরসভার ৭, ৮ ও ৯ এর সসংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ হাজেরা বেগম, মোঃ রকিব উদ্দিন দেওয়ান রতন, মোঃ আইয়ুব মন্ডল, প্রমূখ।
স্বাস্থ্য মেলায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সূর্য্যের হাসি ক্লিনিক, হেলথ একসেস এন্ড লিংকেজ অপরচুনিটিজ ফর ওয়াকারস (হ্যালো) প্রজক্ট (কেয়ার বাংলাদেশ), গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ফিজিউথেরাপী বিভাগ, গণস্বাস্থ্য এর তিনটি স্টল, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল, মেরী স্টোপস বাংলাদেশ, গ্ল্যাক্সো স্মিথ ক্লিন বাংলাদেশ লিঃ ও ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী ও প্রত্যাশা ব্লাড ডোনার্স এসোসিয়েশনসহ সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানের মোট ১০টি স্টল অংশগ্রহণ করে।
এছাড়া মেলায় গার্মেন্টস কর্মী, তাদের পরিবারবর্গ, ফ্যাক্টুরী ম্যানেজম্যান্ট, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সকল সদস্য, কমিউনিটি হেলথ চেমপিয়নগণ অংশগ্রহণ করেন।
Related News

গাজীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনের ফলাফল
রওশন আরা নুপুর ঃ- গাজীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন ২০২১-২০২২ইং ৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯Read More

দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে-ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়নRead More
Comments are Closed