কালীগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিনহাজ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ক্লাসের ছাত্র এবং তুমলিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
রোববার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, দুপুরে রোববার বেলা আড়াইটার দিকে নরসিংদী থেকে ঢাকাগামী পূবাইল পরিবহনের যাত্রীবাহী একটি বাস কালীগঞ্জ-টঙ্গী- ঘোড়াশাল সড়কে তুমলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পেছনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু মিনহাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিনহাজের মারা যায়। বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও উত্তেজিত জনতা ঘাতক বাসটি আটক করে এবং যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। বাসটি পুলিশ থানা হেফাজতে নিয়ে যায়।
Related News

লকডাউনে‘মুভমেন্ট পাস’ পেতে অনলাইনে আবেদন করতে হবে
দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশব্যাপি কঠোর বিধিনিষেধ চালু করতে যাচ্ছে সরকার।Read More

বেপরোয়া করোনা; ঝিনাইদহে গৃহবধুর মৃত্যু!
ঝিনাইদহ- ঝিনাইদহে রিনা বেগম (৪৭) নামে এক নারী করোনায় আক্রান্ত হয়ে রোববার বিকালে মারা গেছেন।Read More
Comments are Closed