কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, কৃষি জমি সুরক্ষায় এগিয়ে আসুন” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও প্রশাসনের আয়োজনে সেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, কালীগঞ্জ পৌর ভূমি কর্মকর্তা মো. মাসুদুল হক ভূইয়া, নাগরী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, তুমলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. লুৎফুর রহমান। এ সময় বক্তারা ভূমি সেবার মান বাড়াতে ও নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়ে কথা বলেন। সভায় অন্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী হিরাসহ উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Related News

গাজীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনের ফলাফল
রওশন আরা নুপুর ঃ- গাজীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন ২০২১-২০২২ইং ৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯Read More

দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে-ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়নRead More
Comments are Closed