চট্টগ্রামে আ’লীগের দুগ্রুপে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এই সংঘর্ষ হয়।
আনোয়ারা ও কর্ণফুলী থানা এলাকায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মনোনয়নকে ঘিরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
এতে বিক্ষুব্ধ কর্মীরা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে হামলঅ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, দক্ষিণ জেলার আনোয়ারা ও বাঁশখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার মুহূর্তে একটি দল এসে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More
Comments are Closed