চার দিন পর হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল শুরু

চার দিন পর সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জের শ্রমিকদের নির্যাতনের ঘটনার নিষ্পত্তি হয়েছে। তাই সোমবার হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল শুরু হয়েছে।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বৈঠক করেন। এতে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান সভাপতিত্ব করেন।
সভায় হবিগঞ্জ থেকে জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলীসহ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় শ্রমিকদের মারধরের ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি আহত এবং পরিবহন ভাঙচুরের ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। এ নিয়ে আগামী ২৬ এপ্রিল আবারও সভা ডাকা হয়।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলী এ তথ্য নিশ্চিত করেন।
Related News

দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে-ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়নRead More

হরিণাকুন্ডুতে আগুনে পুড়লো পান বরজ, ক্ষতি ৪ কোটি!
ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের ৪৫ জন কৃষকের পান বরজে আগুনে লেগেRead More
Comments are Closed