জাকার্তায় দু`বিমানের মধ্যে সংঘর্ষ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বিমানবন্দরে দু`বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমানের পাখা ভেঙে গেছে। সোমবার রাতে হালিম পেরদানকুসুমা বিমানবন্দরে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
বাটিক এয়ার লাইন্সের যাত্রীবাহী একটি বিমান রানওয়ে দিয়ে যাওয়ার সময় ট্রান্সনুসা এয়ালাইন্সের একটি বিমানের লেজের সঙ্গে ধাক্কা খায়। তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর বাটিক বিমানের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানটিতে ৪৯ যাত্রী বেশ কয়েকজন ক্রু ছিল। তবে ওই দুর্ঘটনার সময় ট্রান্সনুসার বিমানটিতে কোনো যাত্রী ছিল না। ওই ঘটনার পর বিমানবন্দরটি অল্প কিছুক্ষণ বন্ধ রাখা হয়।
ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা কোনো নতুন ঘটনা নয়। সেখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed