Main Menu

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯

শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকেই।

শক্তিশালী কম্পনের রেশ না কাটতেই জাপানের কুমামতো প্রদেশে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৩।

জাপান মেটোরলোজিক্যাল এজেন্সি জানায়, দেশটির কুমামতো প্রদেশে আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। যার উৎপত্তিস্থল ছিল দেশটির কুমামতো-চিহি এলাকায়।

এর আগে স্থানীয় শনিবার রাত ১টা ২৫ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রদেশে শক্তিশালী ভূমিকম্প হয়। রিকটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৭।

ইউএসজিএস জানায়, জাপানের কিয়েশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির ইউকি শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এরকিছুক্ষণের মধ্যেই ওই অঞ্চলে ৫ দশমিক ৮ ও ৫ দশমিক ৭ মাত্রার আরও দু’টি ভূকম্পন অনুভূত হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় জাপানের ওই অঞ্চলে তিন দফা ভূমিকম্প হয়েছে।


Related News

Comments are Closed