জিডিপি ৭.০৫ শতাংশ

চলতি ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মন্ত্রণালয়ের প্রাক্কলনে প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশের কথা বলা হচ্ছে।
এছাড়া দেশের মানুষের মাথাপিছু আয় হবে ১ হাজার ৪৬৬ ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১৫০ ডলার বেশি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এনইসি সম্মেলন কেন্দ্রে এই বৈঠক চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করছেন।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। আর গত অর্থবছরে মাথাপিছু আয় ১ হাজার ৩১৬ ডলার এবং জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫১ শতাংশ।
Related News

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More
Comments are Closed