Main Menu

দিল্লির জাতীয় জাদুঘরে অগ্নিকাণ্ড, আহত ৬

দিল্লির ঐতিহাসিক প্রাকৃতিক নিদর্শনের জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আকস্মিক এই অগ্নিকাণ্ডে ছয় দমকল কর্মী আহত হয়েছেন। এছাড়া আগুনে পুরো জাদুঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সকালে জাদুঘরের সবচেয়ে ওপরের ফ্লোরে প্রথমে আগুন ধরে যায় পরে তা আরো ছয়টি ফ্লোরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পরপরই দমকল বাহিনীর ৩৫টি গাড়ি নিয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কয়েক ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

জাদুঘরটিতে সংস্কারের কাজ চলছিল। অগ্নিকাণ্ডের সময় সেখানে খুব বেশি মানুষ ছিল না। তবে যে কয়জন ভেতরে ছিল তাদেরকে সময়মত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের স্থানীয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক।

এক দমকল কর্মকর্তা জানান, ভবনের নিরাপত্তা সরঞ্জামাদি ঠিকমত কাজ না করায় আগুন নেভাতে আমাদের অনেক সময় লেগে গেছে।

ওই জাদুঘরটি ১৯৭৮ সালে পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।


Related News

Comments are Closed