Main Menu

নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল নদীবন্দর

বাংলাদেশ নৌযান পরিবহন শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশের নদীবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটের কারণে রাতে ঢাকার সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলে কোনো নৌযান ছেড়ে যায়নি। এমনকি কোনো যানবাহনও রাতে সদরঘাটে আসেনি।

মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ডাকে বুধবার রাত ১২টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট।

যাত্রীবাহী, পণ্যবাহী, কোস্টার, ট্যাংকার, বালুবাহী নৌযান, ড্রেজার, শ্যালো ট্যাংকারসহ সব ধরনের নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতিতে অংশ নিচ্ছেন বলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

এদিকে ধর্মঘটের কারণে রাতে বরিশাল, চাঁদপুরসহ অন্যান্য রুটে কোনো নৌযান ছেড়ে যায়নি। তবে বরিশাল, পটুয়াখালীসহ অন্যান্য জায়গা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সদরঘাটে পৌঁছে কর্মসূচিতে যোগ দেবে।


Related News

Comments are Closed