Main Menu

পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৭১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ৭১ গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া ঝড়ে ৩৭০টির বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

পাখতুনখোয়া প্রদেশে গত ২ এপ্রিল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি গতকাল মঙ্গলবার পর্যন্ত চলে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঝড়-বৃষ্টির কবলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৪৮ জন এবং গিলগিট-বালতিস্তানে ১৫ জন মারা গেছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের নদী তীরবর্তী মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে, প্রবল ঝড়বৃষ্টি আর বন্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কিছু এলাকায় বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, দেয়াল ধসে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য দেওয়া হয়েছে বলে জানানো হয়।


Related News

Comments are Closed