প্রচার প্রচারণায় মোখর শ্রীপুরে ইউপি সদস্য প্রার্থীরা

মোতাহার খান, শ্রীপুর নির্বাচনীয় এলাকা থেকে ঘুরে:
শ্রীপুরে তৃতীয় ধাপে অনুষ্ঠিব্য নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে ব্যাপক প্রচার প্রচারণায় মোখর শ্রীপুরের ইউপি সদস্য প্রার্থীরা। সকাল থেকে শুরু হয় প্রার্থীদের প্রচার অভিযান। বাজারে বাজারে চলে গণসংযোগ। বাড়িতে বাড়িতে উঠান বৈঠকেও বাদ পরেনি প্রার্থীরা। বরমী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পোষাইদ এলাকার ছোট খাটো বাজের সকাল বেলা বর্তমান মেম্বার আবারও আপেল প্রতীকে ইউপি সদস্য প্রার্থী হারুন অর রশীদ তার কর্মীসর্থকদের নিয়ে গণসংযোগ করে। বরমী ইউনিয়নে সদস্য প্রার্থীদের প্রচারে মোখর এলাকা। এদিকে দুপুর থেকে গাজীপুর ইউয়িনের ৬নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ইউপি সদস্য প্রার্থী মো.জাহঙ্গীর আলম আরজু তার কর্মীসমর্থকদের নিয়ে বাজারে বাজরে গণসংযোগ করে।
গণসংযোগ কালে সাংবাদিকদের বলেন, বিগত দিন এই ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষ সকল সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। আমি মেম্বার হতে পারলে রাস্তাঘাট ও এলাকার সকল উন্নয়ন মূলক কাজ করবো। তিনি অরো বলেন, ভোতুলিয়া কেন্দ্রে প্রত্তান মেম্বার এবারও লড়ছেন। প্রার্থীর নিজ বাড়ি থাকায় ওই কেন্দ্রে ভোট কারচুপি হতে পারে। পরে তিনি ফুটবল প্রতীকে ভোট চেয়ে আরো বলেন, জনগণ সাথে আছে আমার জয় সু-নিশ্চত।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More
Comments are Closed