প্রবাসীরা টাকা পাঠাতে পারবেন মোবাইলে

মোবাইলে প্রবাসী আয় বা মানি ট্রান্সফার সেবা চালু করেছে মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন ও বিকাশ। এতে এতে প্রবাসী বাংলাদেশিরা তাদের স্বজনদের কাছে সরসারি মোবাইলে রেমিট্যান্স পাঠাতে পারবেন।
রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন, বিকাশ ও ব্র্যাক ব্যাংক সেবা চালু করে।
মোবাইলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে একজন বিকাশ গ্রাহক একবারে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পাঠাতে পারবেন। দিনে পাঁচবার একজন লেনদেন করতে পারবেন। একদিনে সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার টাকা পাঠানো যাবে। মাসে সর্বোচ্চ ২০ বার লেনদেন করা যাবে। আর মোবাইলে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা রাখা যাবে।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরেফ হোসেন, বিকাশের এমডি সিইও কামাল কাদীর, মাস্টার কার্ডের গ্রুপ এক্সিকিউটিভ ম্যাথিউ ড্রাইভার, ওয়েস্টার্ন ইউনিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যাঁক ক্লড ফারাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More

যেকোনো আঘাত মোকাবিলার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যখনই দেশ এগিয়ে যেতে থাকে, যখন মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতেRead More
Comments are Closed