প্রিমিয়ার লিগের পরেই তাসকিনের অ্যাকশন পরীক্ষায়

ছুটি কাটিয়ে কদিন আগেই দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। এরই মধ্যে আবারো নতুন করে শুরু করেছেন বোলিং অ্যাকশন শোধরানোর কাজ।
শোনা যাচ্ছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের(ডিপিএল) পরপরই দ্বিতীয় দফা আইসিসির পরীক্ষায় বসবেন দেশসেরা এই ফাস্ট বোলার।
এ প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘আমি শুধু অনুশীলন এবং প্রিমিয়ার লিগ নিয়ে ভাবছি। পরীক্ষার সময় হলেই বিসিবি আমাকে জানাবে। আর আমার বিশ্বাস পরীক্ষা দিলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে।’
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুবুল আলমও শোনাচ্ছেন আশার বাণী। জানিয়েছেন, খুব দ্রুতই পরীক্ষা দিতে যেতে পারবেন তাসকিন।
বোলিং অ্যাকশন নিয়ে কাজ করার পর তার প্রয়োগ হবে প্রিমিয়ার লিগে। তাই এটুকু নিশ্চিত করে বলা যায়, আগে নয়, প্রিমিয়ার লিগ খেলেই বোলিং অ্যাকশন পরীক্ষায় বসবেন তিনি। একই সঙ্গে এবারের ঘরোয়া লিগে বোলিং অ্যাকশনের উপর নজরদারির ব্যাপারে নেওয়া উদ্যগ আরো একধাপ এগিয়ে নেবে তাসকিনকে।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শেষে আম্পায়াররা তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে চেন্নাইতে অ্যাকশন পরীক্ষা দেওয়ার পর প্রমাণিত হয় যে, কয়েকটি বাউন্সারে সমস্যা রয়েছে তাসকিনের। ফলে সাময়িক নিষিদ্ধ রয়েছেন তিনি।
Related News

ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবারRead More

রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানাRead More
Comments are Closed