ফুল ভাসিয়ে তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসব শুরু

নদীতে ফুল ভাসিয়ে দেয়ার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী বিষু উৎসব। বুধবার সকালে বান্দরবানের সাঙ্গু নদীর তীরে ঐহিত্যবাহী পোশাকে সেজে পাহাড়ি তরুণ তরুণীরা কলাপাতায় করে ভক্তি শ্রদ্ধাভরে গঙ্গাদেবীর উদ্দেশে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভ কামনা করে।
এ সময় সাঙ্গু নদীতে ফুল ভাসাতে শত শত তঞ্চঙ্গ্যা মা, শিশু-কিশোর, তরুণ-তরুণী, বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় জমায়।
এছাড়াও বৃহস্পতিবার সকাল ৭ টায় নতুন বছরে পিঠা ও মিষ্টান্ন পরিবেশন এবং বিকাল সাড়ে ৩ টায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিকট আর্শীবাদ গ্রহণের মাধ্যমে পবিত্র জলে স্নান করানো ও সন্ধ্যা ৬ টায় সমগ্র জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কমানোর লক্ষ্যে বৌদ্ধ বিহারে প্রার্থনার মাধ্যমে ইতি টানা হবে বৈসাবি উৎসবের।
Related News

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More

যেকোনো আঘাত মোকাবিলার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যখনই দেশ এগিয়ে যেতে থাকে, যখন মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতেRead More
Comments are Closed