বিএনপির কমিটিতে আরো ২১জনের নাম ঘোষণা

একজন সাংগঠনিক সম্পাদকসহ ২০ জন সহসাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে বিএনপি। সহসাংগঠনিক সম্পাদকদের মধ্যে দুজন পুরোনো পদেই বহাল আছেন। বাকি ১৯ জনই নতুন মুখ।
তৃতীয় দফায় সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাদের নাম ঘোষণা করেন।
এর আগে কুমিল্লা ছাড়া অন্য সব বিভাগে সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছিল। আজ কুমিল্লায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে দেখা যায়, সব বিভাগে একজন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে দুজন করে সহসাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।
ঢাকা বিভাগের দুই সহসাংগঠনিক সম্পাদক হলেন: আবদুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবুল। চট্টগ্রামে মাহবুবুর রহমান শামীম ও আবু হাশেম বকর। রাজশাহীতে আবদুল মোমিন তালুকদার খোকা ও শাহীন শওকত। খুলনায় অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু। বরিশালে আ ক ন কুদ্দুছর রহমান ও মাহবুবুল হক নান্নু। সিলেটে দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমেদ মিলন। রংপুরে শামসুজ্জামান জামান ও জাহাঙ্গীর হোসেন। কুমিল্লায় শরীফুল আলম ও ওয়ারেছ আলী মামুন। ফরিদপুরে আলী নেওয়াজ খৈয়াম ও সেলিমুজ্জামান সেলিম।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দলের ষষ্ঠ কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতাবলে সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক পদে এ মনোনয়ন দেন।
Related News

দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে-ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়নRead More

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর জয়
ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীতRead More
Comments are Closed