Main Menu

বিপাশা-করণের গায়ে হলুদ অনুষ্ঠান

অবশেষে সব নাটকীয়তার শেষে প্রেমিক করণ সিং গ্রোভারের গলায় মালা পরাচ্ছেন বলিউডের বাঙালি কন্যা বিপাশা বসু। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে তাদের বিয়ের প্রাথমিক প্রস্তুতি।

গতকাল শুক্রবার হয়ে গেল বলিউড তারকা বিপাশা বসু করণ সিং গ্রোভারের মেহেন্দী ও সঙ্গীত উৎসব।

আজ শনিবার সাত পাকে বাধা পড়বেন এই দুই তারকা। তার আগে মেহেন্দী উৎসবে একসঙ্গে হয়েছিলেন তাদের পরিবার ও বন্ধুবান্ধব।

অনেকদিন পর বন্ধুর বিয়ের অনুষ্ঠানে ব্যস্ততা ফেলে ছুটে এসেছিলেন শিল্পা শেঠি। হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পা শেঠি, শমিতা শেঠি, সোফি চৌধুরিসহ অনেক তারকা।

বিয়ের ‍উৎসবে মেতে উঠেছেন দুই পরিবারে সবাই। আর অনুষ্ঠানে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন বিপাশা ও গ্রোভার।

উল্লেখ্য, বিপাশার বন্ধু ও ফিটনেস বিশেষজ্ঞ ড্যানি পাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপাশার বিয়ের প্রস্তুতি হিসেবে কিছু ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে বিয়ের জন্য কেনা সাদা জমিন লাল ও সোনালি পাড়ের একটি লেহেঙ্গা দেখা গেছে। এই লেহেঙ্গাটিই বিপাশা বিয়ের আসরে পরবেন বলে জানিয়েছেন ড্যানি।


Related News

Comments are Closed