‘ব্যর্থতা ঢাকতেই শফিক রেহমানকে গ্রেফতার’

সরকার নানা ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শফিক রেহমান ও গাজীপুরের মেয়র এম এ মান্নানকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ আগে সকাল সোয়া ৮টার দিকে সাংবাদিক শফিক রেহমানকে বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে যায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তাদের জীবনযাপন নিরাপদ নয়। আর যারা সরকারের অপকর্ম ও অপশাসনের খবরাখবর রাখে, তারাও নিরাপদ নয়। সরকারের সর্বশেষ নির্যাতনের শিকার হলেন শফিক রেহমান। তাকে গ্রেফতার করা সরকারের চৈতন্য লোপের শামিল।’
সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, শফিক রেহমানকে গ্রেফতার একটি ঘৃণ্য নাটক। সরকার কোনো দিক সামাল দিতে পারছে না। তার মতো একজন গুণী ব্যক্তিকে গ্রেফতার করে সরকার তাদের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে।
শফিক রেহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান রিজভী। তিনি শফিক রেহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘শফিক রেহমানের পিতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের শিক্ষক ছিলেন। গুণীজনদের যদি এই পরিণতি হয় তাহলে কোন শকুনিরা দেশ চালাচ্ছে। এই দেশকে কারা ছিঁড়ে টুকরো টুকরো করছে।’
তিনি বলেন, বিশিষ্ট সাংবাদিক শফিক রহমানকেও গ্রেফতার করা হলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ছাড়া এ দেশে কারো সম্মান পাওয়ার ও বসবাস করার অধিকার নেই।
গাজীপুরের মেয়র এম এ মান্নানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকার নির্বাচিত প্রতিনিধিদের দেখতে পারে না। তাই গাজীপুরের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করেছে। দীর্ঘ এক বছরের বেশি সময় কারাভোগের পর তাকে ফের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, দফতর সহসম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
Related News

ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।Read More

একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা
এ বছরের একুশে পদক দেওয়া হবে শনিবার। বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তরRead More
Comments are Closed