ব্যাট হাতে ঝড় তুললেন উপেক্ষিত নাসির

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলবাগান ক্রীড়া চক্র।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। দলীয় ১৪৩ রানে লাহিরু আউট হয়ে যাওয়ার পর মাঠে নামের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে উপেক্ষিত নাসির হোসেন।
মাঠে এসেই ঝড় তোলেন তিনি। মাত্র ৭৫ বলে খেলেন ৯৭ রানের এক ঝড়ো ইনিংস। যেখানে ১১টি চারের মারের পাশাপাশি ছিল ১ টি ছক্কার মার। অবশ্য ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। ৫০তম ওভারের পঞ্চম বলে জসিমউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে দেওয়ান সাব্বিরের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিনি।
প্রথম রাউন্ডে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি তিনি। তবে বল হাতে ছিলেন বেশ মিতব্যয়ী। ১০ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ২৮ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
Related News

রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে
রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানাRead More

গাজীপুরে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকাRead More
Comments are Closed