ব্রাজিলের প্রেসিডেন্টকে সরাতে অভিশংসন প্রক্রিয়া শুরু

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে সরাতে বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার বিকেলে ৬৫ সদস্য বিশিষ্ট কংগ্রেসের ৩৮ জনই প্রেসিডেন্ট রৌসেফেরেই ইমপিচমেন্ট বা অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন।
অভিশংসন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পার্লামেন্টর ২৭ কংগ্রেস সদস্য। আগামী সপ্তাহে পার্লামেন্ট সদস্যরা এই প্রস্তাবের ওপর ভোট দেবেন। রৌসেফের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছে।
পার্লামেন্টের নিম্নকক্ষে আগামী ১৭ বা ১৮ এপ্রিল তার অভিশংসনের ওপর ভোট হবে। দেশে আর্থিক সঙ্কট ও ঘাটতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিলেন কংগ্রেস সদস্যরা। পার্লামেন্টের নিম্নকক্ষে এই প্রস্তাব অনুমোদিত হলে সেটি সিনেটে পাঠানো হবে।
Related News

অং সান সুচির দুই বছরের জেল হতে পারে
গত সোমবার (১ ফেব্রুয়ারি) সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচির বিরুদ্ধেRead More

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে:মিয়ানমার সেনাপ্রধান
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলাRead More
Comments are Closed