Main Menu

ভানুয়াতুতে আবারো ৬.৯ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াতুতে ২০ ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ভানুয়াতুর সোলা এলাকা থেকে ১০৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

বৃহস্পতিবারের ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।


Related News

Comments are Closed