Main Menu

ভারতে মাশরুম খেয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ভারতের মিজোরাম রাজ্যে মাশরুম খেয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার মামিত জেলায় ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাসরুম খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরো চারজন। দেশটির স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মাশরুম খেয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই শিশু, এক নারী এবং আরো এক ব্যক্তি অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ওই মাশরুমগুলো জঙ্গল থেকে আনা হয়েছিল। এগুলো হয়তো বিষাক্ত ছিল অথবা ঠিক মত রান্না করা হয়নি। আর একারণেই এগুলো খেয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে।


Related News

Comments are Closed