ভূমিকম্প: চট্টগ্রামে হেলে পড়েছে ৬টি ভবন

রাজধানী ঢাকাসহ সারাদেশে বুধবার রাতে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিট ১৭ সেকেন্ডে ভূকম্পনটি আঘাত হানে।
এ ঘটনায় চট্টগ্রামে অন্তত ছয়টি ভবন হেলে পড়েছে। ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনিতে নগরের চান্দগাঁও, হালিশহর আবাসিক এলাকা এবং লাভলেইন, সাগরিকা, রহমতগঞ্জ ও আমতল এলাকায় ভবনগুলো হেলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ৮ নম্বর সড়কের ৫৩৮ নম্বর হোল্ডিংয়ের ছয়তলা ভবনটি পশ্চিমে প্রায় এক ফুট হেলে গেছে। ভবন থেকে লোকজনকে বের করে দেওয়া হচ্ছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান, ‘৫৩৮ নম্বর বাড়িতে ১০টি পরিবার বসবাস করে’। ভূমিকম্পে বাড়িটি প্রায় এক ফুট পশ্চিম দিকে কাত হয়ে গেছে। আমরা হেলে পড়া বাড়ি থেকে সবাইকে বের করে দিচ্ছি।
এদিকে নগরের রহমতগঞ্জ এলাকায় বিবেকানন্দ নামের একটি কিন্ডারগার্টেন স্কুল হেলে পাশের ভবনে লেগে গেছে।
এ ব্যাপারে রহমতগঞ্জের এক বাসিন্দা জানান, স্কুলটি চারতলা ভবনের। প্রচণ্ড ঝাঁকুনিতে ভবনটি পার্শ্ববর্তী আরেকটি ভবনের সঙ্গে লেগে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোতোয়ালি থানাধীন আমতল এলাকায় আলমাস শপিং মল নামের একটি বহুতল ভবনও হেলে পড়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এম এ মালেক জানান, হালিশহর বি-ব্লক আবাসিক এলাকায় পাঁচতলা, নগরের লাভলেইন এলাকায় তিনতলা এবং সাগরিকা শিল্প এলাকায় পাঁচতলাবিশিষ্ট একটি পোশাক তৈরি কারখানার ভবন হেলে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
Related News

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাসRead More

বজ্র আঁটুনি ফস্কাগেরো; লকডাউনের তৃতীয়দিন শৈলকুপার চিত্র!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সারা দেশের ন্যায় ঝিনাইদহে সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে জেলা শহরে কঠোরRead More
Comments are Closed