মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শান্ত গুঞ্জন (৫০) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মৌলভী চা বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছোট ভাই মনা গুঞ্জনসহ (৪০) পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্যরা হলেন, মনা পাল (৩৫), বসন্ত দেব (৩৩), মনিকা (৩০) ও বিজয় দে (২৮)।
স্থানীয়রা জানায়, ছোট ভাই মনা গুঞ্জনের স্ত্রীর সঙ্গে বড় ভাই শান্ত গুঞ্জনের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে ভোরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনা লাঠি দিয়ে শান্ত কে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা শান্তকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেRead More

যারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্ত মানেননি, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে না-ওবায়দুল কাদের
দলের বিদ্রোহীরা কখনও মনোনয়ন পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনRead More
Comments are Closed